বাংলাদেশে টিকাদান কার্যক্রমে সহায়তা করতে ৫০ হাজার ফ্রি রাইড দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক রাইড শেয়ারিং সংস্থা উবার। তবে ফ্রি রাইডের ভাড়া ২০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ। এর বেশি হলে তা যাত্রীকে পরিশোধ করতে হবে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে উবার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার থেকেই রাজধানীজুড়ে এই সেবা চালু হয়েছে। উবার অ্যাপের সকল সেবায় এই ছাড় প্রযোজ্য। টিকাদান কেন্দ্রে যাওয়া ও আসার জন্য রাইডগুলাে ব্যবহার করা যাবে।
সবার কাছে টিকা সুবিধা পৌঁছে দিতে উবারের বৈশ্বিক প্রতিজ্ঞার একটি অংশ হিসেবে রাজধানী ঢাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, যানবাহনের অভাবে যেন কারাে টিকা পেতে বাধার সৃষ্টি না হয়, সেজন্য সরকারের টিকাদান কার্যক্রমে সাহায্য করার লক্ষ্যে উদ্যোগটি পরিচালিত হচ্ছে।
উবার দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট প্ৰভজিৎ সিং এই উদ্যোগ সম্পর্কে বলেন, “দেশের প্রতিটি নাগরিকের টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উবার সেখানে সহায়তা করতে এগিয়ে এসেছে। টিকাকেন্দ্রে যাতায়াতকারী ব্যক্তিদের নিরাপদ পরিবহনসেবা দিতে দৃঢ়প্রতিজ্ঞ উবার। এতে মানুষের পক্ষে দ্রুত মহামারির ক্ষতি কাটিয়ে তাদের জীবন পুনর্নির্মাণ করা সহজ হবে।”
যেভাবে উবার অ্যাপে ফ্রি রাইড পাবেন:
১। উবার অ্যাপের হােম স্ক্রিনের ডান কোণায় উপরে মেন্যু ট্যাপ করুন এবং ‘ওয়ালেট’ অপশনটি সিলেক্ট করুন।
২। “অ্যাড প্রমাে কোড’ সিলেক্ট করুন এবং এই কোডটি দিন: VAC200BD
৩। বৃহত্তর ঢাকা এলাকার সব ব্যবহারকারীর জন্য, উবার অ্যাপের সব পণ্যতে এই প্রােমাে কোড প্রযােজ্য হবে।
৪। আপনার নিকটবর্তী অনুমােদিত টিকাদান কেন্দ্রটি এবং টিকাদান কেন্দ্র থেকে রিটার্ন ট্রিপ সিলেক্ট করুন।
৫। অ্যাপের হােম স্ক্রিনে আপনার বা আপনি যার জন্য ট্রিপ বুক করছেন তার পিক-আপ ও ড্রপ-অফ লােকেশন লিখুন।
৬। আপনার ট্রিপ কনফার্ম করুন।
৭। সর্বোচ্চ ২০০ টাকা ভাড়া পর্যন্ত এই রাইডগুলাে বিনামূল্যে ব্যবহার করা যাবে। একজন যাত্রী টিকাদান কেন্দ্রে যাওয়া-আসা মিলিয়ে সর্বোচ্চ দু’টি ফ্রি বা ডিসকাউন্টেড রাইড নিতে পারবেন।