সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির উদ্দেশ্যে ২০৫ কোটি টাকার সয়াবিন তেল কিনেছে সরকার। সয়াবিন তেল ছাড়াও পাঁচ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাধারণ মানুষের কাছে এসব পণ্য পৌঁছে দেয়া হবে।
বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল বারিক ব্রিফ করেন।
অতিরিক্ত সচিব আবদুল বারিক বলেন, যেহেতু এসব পণ্য টিসিবির মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে, তাই সরকার সরাসরি ক্রয়পদ্ধতিতে এসব পণ্য কেনার সিদ্ধান্ত নিয়েছে। টিসিবির জন্য মাসে ২০ লাখ লিটার সয়াবিন তেল লাগে বলেও জানান তিনি।