প্রচ্ছদ ›› বাণিজ্য

৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে স্কয়ার ফার্মাসিউক্যালস

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২২ ১৭:৩৫:০৯ | আপডেট: ২ years আগে
৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে স্কয়ার ফার্মাসিউক্যালস

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৩০০ কোটি টাকার নতুন বিনিয়োগ করবে। কোম্পানিটি তার কারখানার বিএমআরই তথা আধুনিকায়ন ও সম্প্রসারণে এ টাকা বিনিয়োগ করবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদন নেয়া হয়।

একই বৈঠকে কোম্পানির পরিচালনা পর্ষদ সর্বশেষ হিসাববছরের (জুলাই’২১-জুন’২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেয়।

সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২০ টাকা ৫১ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ১৭ টাকা ৯৯ পয়সা।