তুরস্কের মধ্যস্থতায় চুক্তির পর ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে শস্যবাহী আরও তিনটি জাহাজ। এ তিনটি জাহাজে মোট ৫৮ হাজার টন ভুট্টা বহন করা হচ্ছে।
শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চর্নমোর্স্কে বন্দর ও ওডেসা বন্দর থেকে যাত্রা শুরু করেছে দুটি জাহাজ।
রাশিয়া, ইউক্রেন, তুরস্ক ও জাতিসংঘের কর্মকর্তা দ্বারা পরিচালিত ইস্তান্বুলের জয়েন্ট কোঅরডিনেশ সেন্টারের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ওডেসা বন্দর থেকে ছেড়ে আসা পানামার পতাকাবাহী নাভি স্টার জাহাজটি যাবে আয়ারল্যান্ডে। চর্নমোর্স্কে বন্দর থেকে ব্রিটেনে যাচ্ছে মাল্টার পতাকাবাহী দ্বিতীয় জাহাজ রোজেন। পোলারেন্ট নামের তৃতীয় জাহাজটি তুরস্কের।
নাভি স্টারে বহন করা হয়েছে ৩৩ হাজার টন ভুট্টা আর রোজেনে বহন করা হচ্ছে ১৩ হাজার টন ভুট্টা। পোলারেন্টে বহন করা হয়েছে ১২ হাজার টন ভুট্টা।
জানা যায়, পথে ইস্তান্বুলের জয়েন্ট কোঅরডিনেশ সেন্টার এ জাহাজ পরীক্ষা করে দেখবে। এছাড়াও যৌথ মনিটরিং টিম এটি পর্যবেক্ষণ করেছে।
আশা করা হচ্ছে, ইউক্রেনের শস্য রপ্তানির ফলে বৈশ্বিক খাদ্য সংকট এবং খাদ্যশস্যের দাম কমবে।
এর আগে গত ২২ জুলাই জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য পরিবহনে একটি চুক্তি সই করে।
এদিকে গত ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনের বন্দরগুলো অবরুদ্ধ করে রাখে রাশিয়া। বিশ্বের অন্যতম দুই প্রধান খাদ্য রপ্তানিকারক দেশের মধ্যে চলমান এ যুদ্ধের ফলে বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে খাদ্য সংকট।