প্রচ্ছদ ›› বাণিজ্য

৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২৩ ১৪:০৭:৪৪ | আপডেট: ২ years আগে
৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা

গত বছরের ন্যায় এবারও মৎস্য সম্পদ রক্ষায় প্রজনন মৌসুমে সাগরে যে কোন ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এর ফলে আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় যেকোনো প্রজাতির মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।