প্রচ্ছদ ›› বাণিজ্য

৮ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২২ ১৪:২৫:৩৯ | আপডেট: ২ years আগে
৮ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

শারদীয় দূর্গাপুজা ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৮ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার থেকে বেলা ১২টার দিকে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ শুরু করে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপুজা ও সাপ্তাহিক ছুটির কারণে গত শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত টানা ৮ দিন হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। শনিবার থেকে এই বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়েছে।