সেপ্টেম্বরের মতো চলতি অক্টোবর মাসেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। অক্টোবর মাসে প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিট্যান্স) এসেছে ১ দশমিক ৫২ বিলিয়ন মার্কিন ডলার।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে, সেপ্টেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিলো ১ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই মাসে ছিলো ১ দশমিক ৭২ বিলিয়ন ডলার।
চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ২ বিলিয়ন ডলারের বেশি করে রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। তবে, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) সেপ্টেম্বর থেকে বিভিন্ন ডলারের রেট নির্ধারণ করার পর থেকে রেমিট্যান্সের পরিমাণ নিম্নমুখী ছিলো।