প্রচ্ছদ ›› বাণিজ্য

অগ্নি সিস্টেমসের পর্ষদে নতুন পরিচালক

নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২২ ১২:৫৯:১৯ | আপডেট: ১ year আগে
অগ্নি সিস্টেমসের পর্ষদে নতুন পরিচালক
সংগৃহীত

শেয়ারবাজারের তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেডে নতুন পরিচালক নিয়োগ করছে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক ফাইলিংয়ে বলা হয়েছে, অগ্নি সিস্টেমস লিমিটেডের পরিশোধিত মূলধনের ৮.৯৬ শতাংশ সাধারণ শেয়ারের মালিক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট।

সাম্প্রতিককালে বিএসইসি নির্দেশনা অনুসারে, কোনও তালিকাভুক্ত কোম্পানির পরিচালকরা যৌথভাবে কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধরে রাখতে ব্যর্থ হলে পরিচালক নিয়োগ করবে।

এদিকে বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের ২৩ দশমিক ৮১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৮ দশমিক ৩৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫৭ দশমিক ৮৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

জানা যায়, এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের মনোনীত দু’জন প্রতিনিধি অগ্নি সিস্টেমস পরিচালনা পর্ষদে বসবেন। তারা হলেন রিয়াজ ইসলাম ও মুহাম্মাদ ওমর সোয়েব চৌধুরী।

২০২২ সালের জানুয়ারি-মার্চ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.২২ টাকায় দাঁড়িয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৪ পয়সা।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) অগ্নি সিস্টেমসের শেয়ারপ্রতি মোট নগদ প্রবাহ ছিল ১.১৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৬ পয়সা।

৩১ মার্চ, ২০২২ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ছিল ১৫.০৫ টাকা।

৩০ জুন, ২০২১-সমাপ্ত বছরের জন্য ৩.৫ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

২০০৩ সালে শেয়ারবাজারে আইটি খাতে তালিকাভুক্ত হয় অগ্নি সিস্টেমস। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭২ কোটি টাকা।