প্রচ্ছদ ›› বাণিজ্য

মেগা শিল্পে ২০ বছরের কর অব্যাহতির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২২ ২০:৫৫:৩০ | আপডেট: ৩ years আগে
মেগা শিল্পে ২০ বছরের কর অব্যাহতির প্রস্তাব

২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে মেগা শিল্পে কমপক্ষে ১০০ কোটি টাকা বিনিয়োগে স্থাপিত অটোমোবাইল (থ্রি হুইলার ও ফোর হুইলার) উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২০ বছরের কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার সংসদে নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মেগা শিল্প খাতে এ প্রস্তাবনা পেশ করেন আ হ ম মুস্তফা কামাল।

প্রস্তাবিত বাজেটে মন্ত্রী বলেন, মেগা শিল্পে বাংলাদেশকে এগিয়ে নিতে অন্যূন ১০০ কোটি টাকা বিনিয়োগে স্থাপিত অটোমোবাইল (থ্রি হুইলার ও ফোর হুইলার) উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২০ বছরের কর অব্যাহতি প্রদান করা হয়েছে।

এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট।

এই বাজেটের ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। যা জিডিপির ৫.৫ শতাংশ।