ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার টেক্সটাইল, ওষুধ, প্রকৌশলসহ বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এদিন প্রধান সূচক বাড়লেও পতন হয়েছে শরিয়াহ সূচকের। তবে, আগের দিনে তুলনায় বেড়েছে লেনদেণের পরিমাণ।
লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৬৩০ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৮৬ পয়েন্টে লেনদেন পৌঁছায়।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯৫ কোটি ৮৪ লাখ টাকার। বৃহস্পতিবার ৭৫৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।
রোববার ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০০টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।