প্রচ্ছদ ›› বাণিজ্য

অনুমোদনহীন প্রসাধনী বিক্রি করায় লাজ ফার্মাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২৩ ১৮:০৬:২৭ | আপডেট: ২ years আগে
অনুমোদনহীন প্রসাধনী বিক্রি করায় লাজ ফার্মাকে জরিমানা

অনুমোদনহীন প্রসাধনী সামগ্রী বিক্রি করায় লাজ ফার্মাকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার রাজধানীর কলাবাগানের লাজ ফার্মায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

এ সময় বিএসটিআই সিএমর ছাড়পত্র লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহার করা প্রসাধনী সামগ্রী (শ্যাম্পু, সাবান, স্কিন ক্রিম) বিক্রয় ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া একই এলাকায় অবস্থিত ‘ইউনিক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড ফান প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের লিফলেট বিতরণ ও সচেতন করা হয়।