অবসরে যাওয়ার পর ব্যাংক কর্মকর্তারাও এখন থেকে একই ব্যাংকের পরিচালক হতে পারবেন। ব্যবস্থাপনা পরিচালক বা সিইও থেকে শুরু করে নিম্ন পর্যায়ের যে কোন কর্মকর্তা এই সুযোগ পাবেন।
তবে এজন্য তাদেরকে ব্যাংকের চাকরি থেকে অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ৫ বছর অপেক্ষা করতে হবে। আগে তাদের একই ব্যাংক পরিচালক হওয়ার কোন সুযোগ ছিল না।
রোববার ইস্যু করা এক সার্কুলারে নতুন সংশোধনী এনে এই সুযোগ করে দিলো কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন এন্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) এই সার্কুলার ইস্যু করেছে।
তাতে বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা হিসেবে অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ৫ বছর অতিক্রান্ত না হলে একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।
২০২১ সালের ১২ মে জারি করার এক সার্কুলারে ব্যাংকের পরিচালক, চুক্তিভিত্তিক উপদেষ্টা ও পরামর্শক নিয়োগের বিধি বিধান প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক। সেখানে ব্যাংক কর্মকর্তাদের একই ব্যাংকে পরিচালক নিযুক্ত না করার বিধান করা হয়েছিল।
তবে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান গুলোর ক্ষেত্রে গেল বছর এই বিধান থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক। তাই সামঞ্জ্য রাখার জন্য ব্যাংকগুলোরে ক্ষেত্রেও একই ধরনের বিধান চালু করা হলো বলে, কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।