বাংলাদেশ ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিটিএসপিএবি) প্রেসিডেন্ট এস এম গোলাম ফারুক আলমগীর বলেন, বাজারে অবৈধ এবং অনুমোদিত ভেহিকেল ট্র্যাকিং ডিভাইস অবাধে ক্রয় বিক্রয়ে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। অন্যদিকে সঠিক সার্ভিস পাচ্ছেন না গ্রাহকরা।
সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বিডিকম-কনকক্সের যুগপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
আলমগীর আরও বলেন, সরকার অনুমোদিত ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে ব্যাক্তিগত, বাণ্যিজ্যিক এবং গণপরিবহন ব্যবস্থাপনা, ড্রাইভারের গতিবিধি নিয়ন্ত্রণ এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।
বিডিকম-কনকক্সের যুগপূর্তি উপলক্ষে বাংলাদেশ সফর করেন কনকক্স ইনফরমেশন টেকনোলজির কোং এর রিজিওনাল সেলস ডিরেক্টর সাউথইস্ট মেলোডি চ্যান।
সংবাদ সম্মেলনে মেলোডি চ্যান বাংলাদেশের ভেহিকেল ট্র্যাকিং সেক্টরে বিডিকম অনলাইনের অগ্রগামী ভূমিকার প্রশংসা করে বলেন, বিশ্বব্যাপী সবচেয়ে নির্ভরযোগ্য এবং টেকসই কনকক্সের ভেহিকেল ট্র্যাকিং ডিভাইস জিটি০৬এন এবং ইকোনমিক মডেল সিরিজ ভিজি০৩ এর একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বিডিকম অনলাইন লিমিটেড।
তিনি ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম ডিভাইসের অবৈধ মার্কেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জিটি-০৬এন এবং ইকোনমিক মডেল সিরিজ ভিজি০৩ এর কোয়ালিটির ব্যাপারে আপোষ করা হয়না বলেই এ ডিভাইসগুলির দাম অবৈধ ট্র্র্যাকিং ডিভাইসগুলির চেয়ে একটু বেশি।
সংবাদ সম্মেলনে বিডিকম অনলাইনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।