প্রচ্ছদ ›› বাণিজ্য

ঋণসীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২২ ১৯:২৪:৫৮ | আপডেট: ৩ years আগে
ঋণসীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

আমদানি-রপ্তানিসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তফসিলি ব্যাংকগুলোকে অন্তর্বর্তী সময়ের জন্য চলতি মূলধনের ঋণসীমা যৌক্তিক পর্যায়ে বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, উদ্যোক্তাদের নিয়মিত সীমা অতিক্রম করলেও চলতি মূলধনের ঋণ যৌক্তিক পর্যায়ে বাড়ানো হবে। ব্যাংক-গ্রাহক সম্পর্ক এবং ঝুঁকির কারণ পরিমাপের ভিত্তিতে, ব্যাংক গ্রাহকদের চলতি মূলধন ঋণের সীমা বাড়াতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ‘কোভিড-১৯ মহামারি সম্পর্কিত চলাচল বিধিনিষেধের কারণে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ায় চালান ও অর্থপ্রদানও বিলম্বিত হয়েছে। কিন্তু এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে মূলধনের অভাবে কিছু উদ্যোক্তা কারখানা চালাতে হিমশিম খাচ্ছেন।’

এ প্রেক্ষাপটে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং আমদানি-রপ্তানিসহ দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় বাংলাদেশ ব্যাংক চলতি মূলধনের ঋণের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।