প্রচ্ছদ ›› বাণিজ্য

অর্ধ বার্ষিকে লোকসান বেড়েছে রিং শাইনের

নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৩ ১৬:২২:১৬ | আপডেট: ২ years আগে
অর্ধ বার্ষিকে লোকসান বেড়েছে রিং শাইনের

পুঁজিাবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড এর অর্ধ বার্ষিকে লোকসান বেড়েছে। জুলাই-ডিসেম্বর ২০২২ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৬ পয়সা। আগের হিসাববছরে একই সময়ে এর পরিমাণ ছিল ৩৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ৩ টাকা ২৩ পয়সা ঋণাত্বক ছিল। আগের হিসাববছরের এর পরিমাণ ছিল ২ টাকা ৫০ পয়সা।

শেয়ার প্রতি আয় এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য কমার কারণ হিসেবে কোম্পানিটি বলছে উৎপাদন ক্ষমতার পুরোটা ব্যবহার করতে না পারায় তাদের ইপিএস এবং এনএভি কমছে।

কোম্পানি সূত্রে জানা গেছে মার্চ মাসে কোম্পানিটির ১২ মিলিয়ন ডলারের অর্ডার থাকলেও মাত্র ৩ মিলিয়ন ডলারের রপ্তানি করতে পেরেছে। মূলত মূলধনের অভাব,পুরনো মেশিন এবং গ্যাসের দর বৃদ্ধির ফলে কোম্পানিটির হাতে পর্যাপ্ত অর্ডার থাকলেও রপ্তানি করতে পারছে না।