প্রচ্ছদ ›› বাণিজ্য

আইএফআইসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২২ ২০:১৪:৫০ | আপডেট: ৩ years আগে
আইএফআইসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

বিএসইসি সূত্রে জানা গেছে, বুধবার কমিশনের ৮২৫ তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

সূত্রমতে এই বন্ডের অভিহিত মূল্য হবে এক কোটি টাকা। শুধুমাত্র যোগ্য বিনিয়োগকারীরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড কিনতে পারবেন। যোগ্য বিনিয়োগকারী বলতে স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইন্সুরেন্স কোম্পানি বিভিন্ন কর্পোরেটস এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের বুঝানো হয়েছে।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে থাকবে সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্তির শর্তে এই বন্ডটির অনুমোদন দেয়া হয়েছে।