প্রচ্ছদ ›› বাণিজ্য

আইএফসি’র ২.৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেলো ‘ট্রাক লাগবে’

নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৮:১১ | আপডেট: ৩ years আগে
আইএফসি’র ২.৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেলো ‘ট্রাক লাগবে’

অ্যাপভিত্তিক পণ্য পরিবহন কোম্পানি ‘ট্রাক লাগবে’এর লজিস্টিক সেক্টরের উন্নতি ও আধুনিকায়নে ২.৫ মিলিয়ন ডলারের ইক্যুইটি বিনিয়োগ করেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।

‘ট্রাক লাগবে’ এর সঙ্গে অংশিদারিত্ব করা আইএসি করোনা মহামারিকালে পণ্য পরিবহনের এ সেবা স্বাভাবিক রাখতেই এ বিনিয়োগ করেছে।

করোনাকালে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহযোগিতা ও জীবন-যাপনে সহায়ক ভুমিকা পালন করেছে ‘ট্রাক লাগবে’।

‘ট্রাক লাগবে’ এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও এনায়েত রশিদ বলেন, যেহেতু করোনা মহামারির সময় পুরনো রীতি খুব একটা কাজে আসছিল না, তখন ‘ট্রাক লাগবে’ হাজারো ছোট ব্যবসা এবং ট্রাক মালিকদের ট্রাক ভাড়া করার প্ল্যাটফর্মে যুক্ত করে। এটি তাদের ব্যবসা চালিয়ে যেতে সাহায্য করেছে।

তিনি আরও বলেন, আমরা আইএফসি-কে একটি অংশীদার হিসেবে পেয়ে খুবই উচ্ছ্বসিত যারা ইতোমধ্যেই অন্যান্য দেশে অনুরূপ স্টার্টাপে বিনিয়োগ করেছে। এ বিনিয়োগ আমাদের প্রতিটি জেলায় সেবা পৌঁছাতে সহায়তা করবে।

বাংলাদেশ, ভুটান ও নেপালের আইএফসির ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার নুজহাত আনোয়ার বলেন, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার লক্ষ্য আগামীতে দশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া। একটি সময়োপযোগী পরিবহন অবকাঠামো এবং ট্রান্সপোর্ট পরিষেবা থাকা শুধুমাত্র মহামারী চলাকালীন পণ্য পরিবহনের জন্যই নয়, বরং বাজারে পণ্য পাঠাতেও বেশ সাহায়ক।

এটি বাংলাদেশের সবচেয়ে বড় ই-লজিস্টিক প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি যা ৪৩ হাজারেরও বেশি শিপার রয়েছেন, যেখানে ২০ হাজারেও অধিক নিবন্ধিত ট্রাক রয়েছে।

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ‘স্টার্টআপ চ্যালেঞ্জ ২০১৭’ প্রতিযোগিতায় ঢাকা ভিত্তিক কোম্পানিটি বিজয়ী হয়।