প্রচ্ছদ ›› বাণিজ্য

আইওএসকো’র এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির সভা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৬:৪২ | আপডেট: ২ years আগে
আইওএসকো’র এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির সভা ঢাকায়

দেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন্সের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন নিয়ে গঠিত।

আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি দু'দিনব্যাপী ঢাকার শেরাটন হোটেলে এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত সভায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন আইন-কানুন, বিধিমালা, চলমান পরিস্থিতি, ঝুঁকি, সমস্যা ও তা থেকে উত্তরণের উপায় সহ পুঁজিবাজারের সার্বিক উন্নতির বিষয়ে আলোচনা হবে।

আগামী ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত সুপারভাইজরি ডাইরেক্টর মিটিংয়ের মাধ্যমে উক্ত সভা শুরু হবে। এ দিন দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টর মিটিং অনুষ্ঠিত হবে।

উক্ত দুটি সভার সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) এবং আইওএসকোর এপিআরসি ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এপিআরসি প্ল্যানারি সভার মাধ্যমে আলোচ্য সভা শেষ হবে।