প্রচ্ছদ ›› বাণিজ্য

আইডিআরএ’র নতুন চেয়ারম্যান জয়নুল বারী

নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২২ ১৫:১০:৪৫ | আপডেট: ৩ years আগে
আইডিআরএ’র নতুন চেয়ারম্যান জয়নুল বারী

আগামী তিন বছরের জন্য বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখার উপসচিব মো. জাহিদ হৌদো স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার সকালে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র দাখিল করেছেন আইডিআরএ সাবেক চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।

আরও পড়ুন-আইডিআরএ’র চেয়ারম্যানের পদত্যাগ

জানা যায়, এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ঘুষ দাবি, বিধি বহির্ভূতভাবে বীমা কোম্পানির শেয়ার বিক্রিসহ অর্থপাচারের অভিযোগও রয়েছে।

সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি আবেদন করা হয়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) আদালতে জমা দেওয়া প্রতিবেদনে এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৪১ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এ কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।

আরও পড়ুন- এক নজরে জয়নুল বারী