ব্যাংক কোম্পানি আইন সংশোধনের পর পদ্মা ব্যাংককে রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, অবশ্যই অর্থ মন্ত্রণালয় একীভূতকরণ প্রস্তাব বিবেচনা করবে। কিন্তু আমাদের প্রথমে প্রাসঙ্গিক আইন সংশোধন করতে হবে। আইন কার্যকর হওয়ার পর আমরা এটা করবো।
তিনি বলেন, ব্যাংক একীভূতকরণ সম্পর্কিত আইনের খসড়া তৈরি হচ্ছে এবং তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি জাতীয় সংসদে উপস্থাপন করা হলে এবং পাস হলে ব্যাংক একীভূতকরণের কাজ শুরু হবে।
মন্ত্রী আরও বলেন, আমি এখনো পদ্মা ব্যাংকের মার্জার আবেদন হাতে পাইনি। বিষয়টি আমাদের জানা আছে। সেটা হচ্ছে, পদ্মা ব্যাংকের মালিকানা কাঠামোতে আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো জড়িত আছে। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংকের শেয়ারই পদ্মা ব্যাংকে আছে এবং সেভাবেই ব্যাংকটি পরিচালিত হচ্ছে। পদ্মা ব্যাংকের বোর্ডে জনতা, সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংক রয়েছে। সুতরাং তাদের প্রস্তাব অবশ্যই বিবেচনা করতে পারি। তার আগে আইনটি হতে হবে। আইন হওয়ার পর আমরা বিবেচনা করব।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংকটিতে যারা শেয়ারহোল্ডার আছেন, যারা ঋণগ্রহীতা বা ব্যাংকে টাকা জমা রেখেছেন, তাদের সুরক্ষার বিষয়টি আমাদের দেখতে হবে। যাতে ব্যাংকটি বন্ধ না হয়ে যায়, সেজন্যই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এগিয়ে এসেছে।
২০১৩ সালে প্রতিষ্ঠিত এ ব্যাংকটি তিন বছরেরও কম সময়ের মধ্যে আর্থিক অনিয়মের কেন্দ্রস্থল হয়ে ওঠে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, ব্যাংকটি থেকে ৩ হাজার ৫০০ কোটির বেশি টাকা গায়েব করা হয়েছে।
পরিস্থিতির চরম অবনতি হওয়ায় ২০১৭ সালের নভেম্বরে পদ ছাড়তে বাধ্য হন ব্যাংকটির চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী। পরিচালকের পদ থেকেও পদত্যাগ করেন তারা।