প্রচ্ছদ ›› বাণিজ্য

আইপিও’র অর্থ ব্যবহারের সময় বেড়েছে সিলভা ফার্মার

নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২২ ১৮:৪৮:৫৭ | আপডেট: ২ years আগে
আইপিও’র অর্থ ব্যবহারের সময় বেড়েছে সিলভা ফার্মার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারের সময় বেড়েছে। কোম্পানিটির আইপিওর অর্থ ব্যবহারের সময় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডররা এ সংক্রান্ত অনুমোদন দিয়েছেন।

সূত্র জানায়, বৈশ্বিক করোনা পরিস্থিতি এবং চলমান রাশিয়া-ইউক্রেন সংকটে কোম্পানিটি যন্ত্রপাতি সময়মতো আমদানি করতে পারেনি।

এ কারণে কোম্পানিটির আইপিওর অর্থ ব্যবহারের সময় বাড়ানো হয়েছে।