আইপিডিসি ফাইন্যান্সের সাথে আনোয়ার ল্যান্ডমার্কের একটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার আইপিডিসি ফাইন্যান্স-এর প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়। আইপিডিসি ফাইন্যান্স-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম এবং আনোয়ার ল্যান্ডমার্ক-এর ম্যানেজিং ডিরেক্টর হোসেন খালেদ এ চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী গ্রাহকরা আনোয়ার ল্যান্ডমার্ক-এর বিভিন্ন প্রজেক্টে অ্যাপার্টমেন্ট ক্রয়ের ক্ষেত্রে আইপিডিসি থেকে দ্রুততম সময়ে হোম লোন সেবাসহ উভয় প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সুবিধা উপভোগের সুযোগ পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইপিডিসি ফাইন্যান্স-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ শামস, হেড অফ রিটেইল বিজনেস সাভরিনা আরিফিন, আনোয়ার ল্যান্ডমার্ক-এর সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) এম হক ফয়সাল, ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ রাকিব হোসেন প্রমুখ।