ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) বন্ডের মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে ৩০০ মিলিয়ন ডলার সংগ্রহের অনুমতি দিয়েছে সরকার।
২০ সেপ্টেম্বর জারি করা অর্থ মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, এ বন্ডের মেয়াদ পাঁচ বছর হবে।
আদেশে বলা হয়েছে, সরকার কোনো পর্যায়েই বন্ডের কোনো নিশ্চয়তা দেবে না। তবে আইসিবি অবশ্যই সংগৃহীত অর্থের ৫০ শতাংশ বিনিয়োগ করবে।