প্রচ্ছদ ›› বাণিজ্য

আগস্টে রপ্তানি বাড়ল ৩৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
০৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:২১:১৯ | আপডেট: ২ years আগে
আগস্টে রপ্তানি বাড়ল ৩৬ শতাংশ

রেমিট্যান্সের পর এবার বেড়েছে রপ্তানি আয়। চলতি অর্থবছরের আগস্টে পণ্য রপ্তানির উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে।

আগস্টে গত বছরের একই মাসের চেয়ে রপ্তানি বেড়েছে ৩৬ শতাংশ। পণ্য রপ্তানি হয়েছে ৪৬১ কোটি ডলারের। এ আয় মাসটিতে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭ শতাংশের বেশি।

আগস্টে বাণিজ্য মন্ত্রণালয়ের বেধে দেওয়া রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৪৩০ কোটি ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সংস্থার ওয়েবসাইটে রোববার রপ্তানির প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদন থেকে দেখা যায়, চলতি অর্থবছরের গত দুই মাসে রপ্তানি বেড়েছে আগের অর্থবছরের একই মাসের চেয়ে ২৫ শতাংশ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আয় বেশি হয়েছে প্রায় ৫ শতাংশ। এই দুই মাসে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৮৫৯ কোটি ডলার।

এর মধ্যে ৭১২ কোটি ডলারই এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে। অর্থাৎ বরাবরের মতো রপ্তানি খাতে আধিপত্য রেখেছে তৈরি পোশাক শিল্প। গত দুই মাসে এ খাতের রপ্তানি বেশি হয়েছে ২৬ শতাংশ।