রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আগুনে নথির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ব্যাংকের চার তলায় সোমবার সন্ধ্যা ৬টার ২০ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ইউনিট। ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনুমানিক বিকাল ৬টা ২০ ঘটিকায় বাংলাদেশ ব্যাংকের (দ্বিতীয় সংলগ্নী ভবনের ৪র্থ তলা) মেডিকেল সেন্টারে শর্টসার্কিটের কারণে জরুরি ঔষধ সংরক্ষণাগারের ফ্রিজের কম্প্রেসারে আগুনের সূত্রপাত হয়। বাংলাদেশ ব্যাংকের সার্বক্ষণিক দায়িত্বে থাকা রিজার্ভ ফায়ার ব্রিগেড ইউনিট ব্যাংকের নিজস্ব ফায়ার হাইড্রেন্ট সিস্টেমের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে ব্যাংকের নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।