সরকারি আদেশ অনুযায়ী দেশের শিল্প-কারখানাগুলোতে আজ শুক্রবার থেকে বিদ্যুৎ রেশনিং কার্যকর হয়েছে বলে জানিয়েছেন বিকেএমই'এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।
তিনি বলেন, রেশনিংটাকে সমন্বয় করে আমাদের শিল্প কারখানাগুলো চালানোর জন্য প্রস্তুতি নিতে হবে। তবে ক্যাপটিভ পাওয়ারে চলে এমন শিল্পের জন্য বিদ্যুতের রেশনিং কার্যকর হবে না।
বিকেএমই সভাপতি বলেন, বিদ্যুতের রেশনিং এলাকাভিত্তিক না হয়ে ফিডারভিত্তিক হওয়ার কথা ছিল। এ কারণে আমাদের সমন্বয় করতে সমস্যা হচ্ছে। কারখানার একটি অংশ একটি নির্দিষ্ট ফিডারে বিদ্যুৎ রেশনিংয়ের জন্য কাজ করা বন্ধ করে দিলে আমাদের সাপ্লাই চেইনে সমস্যার সম্মুখীন হতে হয়।
বিষয়টি সরকার ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করে সমন্বয়ের চেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
বিদ্যুতের রেশনিং ছাড়াও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে অভিযোগ করে মোহাম্মদ হাতেম বলেন, বুধবার সকাল ৯ টা থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক ও পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তারাও এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি।
চলমান জ্বালানি সংকট মোকাবিলায় গত ১৯ জুলাই থেকে সারাদেশে এলাকাভিত্তিক দৈনিক এক ঘণ্টা লোডশেডিং চালু করে সরকার। তবে রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে বিদ্যুতের রেশনিং ব্যবস্থা বৈষম্যমূলক বলে অভিযোগ উঠেছে।