প্রচ্ছদ ›› বাণিজ্য

আজ বন্ধ ব্যাংক-বীমা ও শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক
০৮ আগস্ট ২০২১ ১১:০০:৪৪ | আপডেট: ৪ years আগে
আজ বন্ধ ব্যাংক-বীমা ও শেয়ারবাজার

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার রাজধানীসহ সারাদেশে সকল বাণিজ্যিক ব্যাংক বন্ধ রাখা হয়েছে। এদিন ব্যাংকের মতোবন্ধ রয়েছে অন্যান আর্থিক প্রতিষ্ঠানগুলোও।

মহামারি করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ৮ আগস্ট ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

এজন্য গত ৫ আগস্ট বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে ৮ আগস্ট সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে ৯ ও ১০ আগস্ট নতুন সময়সূচি অনুযায়ী সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

এ দুদিন ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করার জন্য বেলা সাড়ে চারটা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

একই সঙ্গে ৯ ও ১০ আগস্ট শেয়ারবাজারেও সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলবে। তবে লেনদেন শুরুর আগে ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন চালু থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিট পোস্ট ক্লোজিং স্টেশন চালু থাকবে।

এর আগে দেশে করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে গত ১ আগস্ট ব্যাংক বন্ধ ছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি ছিল শুক্রবার ও শনিবার। ফলে টানা তিনদিন সব ব্যাংকের লেনদেন বন্ধ ছিল। এরপর ৪ আগস্টও দেশজুড়ে ব্যাংকিং কার্যক্রম বন্ধ ছিল।