সপ্তাহের প্রথম কর্মদিবসে সবক’টি সূচকের পতনে শেষ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। সেই একই অবস্থা সোমবারও। সকালে লেনদেন শুরুর এক ঘণ্টার মাথায় তিনটি সূচকেরই পতন হতে থাকে।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, সকালে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৩৩ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে শরিয়া সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩৯ পয়েন্টে। অপর সূচক ডিএস৩০ আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৯০ পয়েন্টে।