প্রচ্ছদ ›› বাণিজ্য

আজও সূচকের পতনে লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২১ ১০:৩৯:৫৪ | আপডেট: ৩ years আগে
আজও সূচকের পতনে লেনদেন শুরু

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার মূল্য সূচকের পতনে শুরু হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিন লেনদেন শুরুর পরপরই সবকটি সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যায়।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, আজ লেনদেন শুরুর আধাঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট কমে অবস্থান করে ৬ হাজার ৮১৯ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৪৩৫ পয়েন্টে। আর ডিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ৫৮৭ পয়েন্টে।

গত সপ্তাহের শেষ কর্মদিবসটিও শেষ হয়েছিল সূচকের পতনে। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৪৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার।