প্রচ্ছদ ›› বাণিজ্য

আজও সূচকের পতনে লেনদেন শেষ

নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২১ ১৫:১৫:১৫ | আপডেট: ৩ years আগে
আজও সূচকের পতনে লেনদেন শেষ

সোমবারে ন্যায় মঙ্গলবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে কিছুটা বেড়েছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ১ হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৫ কোটি ২২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৪৮ কোটি ৫৭ লাখ টাকার।

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩১৩ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৭ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট কমেছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, দর কমেছে ২৪৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির।