প্রচ্ছদ ›› বাণিজ্য

আবারও বেড়েছে ডলারের দাম

নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২২ ১৫:১৫:২১ | আপডেট: ৩ years আগে
আবারও বেড়েছে ডলারের দাম

আমদানি মূল্য বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার বাজারে চাপ কমাতে মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্য আবারও কমেছে। 

সোমবার প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলামদ্য বিজনেস পোস্ট’কে বলেন, ‘বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করতে আবারও টাকার দাম কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।’

এর আগে ২৭ এপ্রিল প্রতি ডলার বিনিময় হার ৮৬.৪৫ টাকায় দাঁড়ায়, যা ২৩ মার্চ ৮৬.২০ টাকা ছিলো। আর জানুয়ারিতে ছিলো ৮৬ টাকা।

সংশ্লিষ্টরা মনে করেন, বিশ্ববাজারে পণ্য এবং জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ার পরে থেকে মার্কিন ডলারের দাম বাড়ছে।