প্রচ্ছদ ›› বাণিজ্য

আবারও সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২২ ১৫:১০:৪০ | আপডেট: ৩ years আগে
আবারও সর্বনিম্ন লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারের মতো অধিকাংশ খাতের দরপতনের ধারা অব্যাহত ছিল বুধবারও। এদিন কাগজশিল্প, বীমা, টেলকো, এনবিএফআইসহ বেশিরভাগ সেক্টরের দরপতন হয়েছে।

এদিন ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩১.৮১ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ কমে অবস্থান করছে ৬ হাজার ৬৬২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৫৫ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৬ পয়েন্টে।

এছাড়াও ডিএস৩০ সূচক ৫.৫৮ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৯ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকার নিচে নেমে গেছে।। যা গত ১ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে।

এর আগে মঙ্গলবার ডিএসইতে বছরের সর্বনিম্ন ৫৭৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ সেটি আরও কমে দাঁড়িয়েছে ৪৯০ কোটি ৫০ লাখ টাকা।