আবাসন মেলা-২০২১ এ প্রায় ৪০০ কোটি টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং হয়েছে।
সোমবার বিকাল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল)।
এর আগে ২৩ ডিসেম্বর মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রিহ্যাব সভাপতি বলেন, রিহ্যাব মেলার শেষ দিন বিকেল চারটা পর্যন্ত প্রায় ৩৯৭ কোটি ৩৮ লাখ টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ১৯৮ কোটি টাকার। প্লট ১২৫ কোটি এবং বাণিজ্যিক স্পেস ৭৪ কোটি ৩৮ লাখ টাকার বুকিং ও বিক্রি হয়েছে। মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছে ১৯ হাজার ২৩৬ জন।
তিনি আরও বলেন, প্রতি বছর প্রায় ১০ হাজার অ্যাপার্টমেন্ট বিক্রি হয়।
এসময় রিহ্যাবের সহ-সভাপতি কামাল মাহমুদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের মেলায় মোট ২২০টি স্টল ছিল। এর মধ্যে দুটি হীরা প্যাভিলিয়ন, ছয়টি গোল্ড স্পন্সর, ২২টি কো-স্পন্সর, ১৫টি বিল্ডিং ম্যাটেরিয়াল কোম্পানি এবং ১৩টি ফাইন্যান্স প্রতিষ্ঠান ছিল।