প্রচ্ছদ ›› বাণিজ্য

আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে না: গভর্নর

নিজস্ব প্রতিবেদক
০১ ডিসেম্বর ২০২২ ২০:৫৬:৪৭ | আপডেট: ১ year আগে
আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে না: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার (ফাইল ছবি)

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ‘সঠিক মূল্যে ঋণপত্র খুললে সবাই আমদানি করতে পারবেন। কোনোভাবে আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে না। তবে ৩০ থেকে ৩৫টি বিলাসি পণ্য আছে, যা আমদানি না করলেই হয়- এমন কিছু পণ্যে শুল্ক-কর বাড়ানো হয়েছে। এ সব পণ্যের এলসি মার্জিন বাড়ানো হয়েছে।’

বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তিন দিনব্যাপী উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন গভর্নর।

এ সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ‘আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার হচ্ছে। গত জুলাই মাসে এমন আশ্চর্যজনক প্রায় ১০০টি ঋণপত্র বন্ধ করা হয়েছে।’

গভর্নর বলেন, ‘আমদানিতে ওভার ইনভয়েস ( পণ্যের দাম বেশি দেখিয়ে) আর রপ্তানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসের (পণ্যের দাম কম দেখিয়ে) মাধ্যমে বিদেশে অর্থ পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ২০ থেকে ২০০ শতাংশ পর্যন্ত ওভার ইনভয়েস হয়েছে।’

আমদানিতে ক্ষেত্রবিশেষে আন্ডার ইনভয়েসিং হয় বলেও জানান আব্দুর রউফ তালুকদার। তিনি বলেন, ‘এক লাখ ডলারের মার্সিডিজ বেঞ্জ গাড়ি মাত্র ২০ হাজার ডলারে আমদানির ঋণপত্র খোলা হয়েছে। বাকি অর্থ হুন্ডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডিএস-এর মহাপরিচালক (ডিজি) বিনায়ক সেন। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ।