প্রচ্ছদ ›› বাণিজ্য

আর্থিক খাতে অনিয়মের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৭ জুন ২০২১ ১৯:৩১:৪১ | আপডেট: ৪ years আগে
আর্থিক খাতে অনিয়মের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স: অর্থমন্ত্রী

আর্থিক খাতে অনিয়মের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে এক বছরের মধ্যে ১৫টি আইন প্রণোয়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার বাজেটের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জন্য মঞ্জুরি দাবির প্রেক্ষিতে বিরোধী দলের সংসদ সদস্যদের বিভিন্ন ছাঁটাই প্রস্তাবের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন: 'দেশের মানুষের কষ্টে অর্জিত টাকা বিদেশে চলে গেলে আপনাদের মতো আমারও খারাপ লাগে। আমি সবসময় যে কোনো পরিস্থিতিতে অনিয়ম, বিশৃঙ্খলার বিরুদ্ধে। আমাদের সরকারও এগুলো বন্ধ করতে চায়।’

তিনি বলেন, 'আমি জানি কীভাবে এগুলো হয়, তবে কারা করে জানি না। অদক্ষ ব্যবস্থাপনা, অকার্যকারী ব্যবস্থাপনার কারণে এগুলো হয়। এই বিষয়গুলো সম্পূর্ণরূপে বন্ধ করা হবে।'

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে দায় নিয়ে কাজ করতে পারে, সে ব্যবস্থা করে দিতে নতুন নতুন আইন করা হবে বলে জানান অর্থমন্ত্রী। 

বিরোধী দলের সাংসদদের উদ্দেশে মুস্তফা কামাল বলেন: 'কারা অর্থপাচার করে তাদের নাম যদি আপনারা জেনে থাকেন তবে আমাদের জানান। আমাদের মতো এই সংসদে আপনাদেরও দায়িত্ব রয়েছে, আপনারা যদি আমাদের সাহায্য করেন তবে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ সহজ হয়ে যাবে।'