প্রচ্ছদ ›› বাণিজ্য

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের সাথে আইসিএমএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫০:৩১ | আপডেট: ২ years আগে
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের সাথে আইসিএমএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট মো. আবদুর রহমান খান এফসিএমএ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এর সাথে সাক্ষাৎ করেন।

গত সোমবার মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং পেশার উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কর্মকা এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা সম্পর্কে সচিব মহোদয়কে অবহিত করেন।

তিনি অডিট, ম্যানেজমেন্ট কনসালটেন্সি, অ্যাডভাইজারি, ইনভেস্টিগেশন, গবেষণা কাজে এবং বাংলাদেশ ব্যাংকের ক্যাশ ইনসেনটিভ অডিট পরিচালনার জন্য কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের নিয়োগের ব্যাপারে সচিবের সহায়তাও কামনা করেন।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট, রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকসহ বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টগণকে বিভিন্ন পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে পেশাগত ডিগ্রিকে অগ্রাধিকার ও বিশেষ সুবিধা দেয়া এবং এসব ব্যাংকের পরিচালক পদে তাদেরকে নিয়োগ করতে সচিবের সহায়তা কামনা করেন।

এ সময় সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ দেশের অর্থনৈতিক উন্নয়নে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং নবনির্বাচিত অফিস বেয়ারদের অভিনন্দন জানান। অ্যাকাউন্টিং পেশা ও আইসিএমএ এর সার্বিক উন্নয়নে তিনি যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিনিধিদলে ভাইস প্রেসিডেন্ট ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএমএ ভাইস প্রেসিডেন্ট জনাব মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ, ট্রেজারার জনাব মোঃ আখতারুজ্জামান এফসিএমএ এবং পরিচালক মির্জা মোস্তফা ওয়ালিদ।