প্রচ্ছদ ›› বাণিজ্য

‘আর্থিক প্রতিষ্ঠান’ হিসেবে নীতিগত অনুমোদন পেলো নগদ

নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট ২০২২ ২২:০৮:৩০ | আপডেট: ২ years আগে
‘আর্থিক প্রতিষ্ঠান’ হিসেবে নীতিগত অনুমোদন পেলো নগদ

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পেয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক লেনদেন সহযোগী প্রতিষ্ঠান- নগদ।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪২৪তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

মঙ্গলবার পর্ষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে বলে দ্য বিজনেস পোস্টকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘কতিপয় শর্তসাপেক্ষে নগদকে এই অনুমোদন দেয়া হয়েছে।’

বোর্ড সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট বিভাগের পরিচালকরা।