প্রচ্ছদ ›› বাণিজ্য

আর্থিক প্রতিষ্ঠানের মোটরযান নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২২ ১৭:৪৫:৪৭ | আপডেট: ২ years আগে
আর্থিক প্রতিষ্ঠানের মোটরযান নিয়ে নতুন নির্দেশনা

আর্থিক প্রতিষ্ঠানসমূহের মোটরযান ক্রয়, ব্যবহার ও পরিচালনা ব্যয় সংকোচন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার এক সার্কুলার জারি করে এসব নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

২০১৫ সালের ১৮ নভেম্বরের জারি করা ডিএফআইএম সার্কুলার নং-১২ এর দৃষ্টি আকর্ষণ করে নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠান ও আমানতকারীদের স্বার্থে আর্থিক প্রতিষ্ঠানসমূহের যানবাহন ব্যবহারে উচ্চ পরিচালনা ব্যয় পরিহারকল্পে উক্ত সার্কুলারের ১(খ) নং অনুচ্ছেদে আর্থিক প্রতিষ্ঠানের সকল যানবাহন ন্যূনতম ৫(পাঁচ) বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়। এখন গাড়ির আয়ুষ্কাল ৮(আট) বছর সংক্রান্ত সরকারি আদেশের সাথে সংগতি রেখে এ মর্মে নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে, আর্থিক প্রতিষ্ঠানের সকল যানবাহন ন্যূনতম ৮(আট) বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে পরিচালন/উন্নয়ন ব্যয় স্থগিত/হ্রাস করার সরকারি সিদ্ধান্তের সাথে সংগতি রেখে ২০২২-২৩ অর্থবছরে আর্থিক প্রতিষ্ঠাসমূহের দাপ্তরিক ব্যয়ে যে কোন ধরনের যানবাহন ক্রয় (নতুন/প্রতিস্থাপন) বন্ধ থাকবে।

সার্কুলারে দাপ্তরিক ব্যয়ে গাড়ি ব্যবহার সংক্রান্ত অন্যান্য অসংগতি দূরীকরণার্থে এবং পরিচালনা ব্যয় হ্রাসকরণের
লক্ষ্যে আরও কিছু নির্দেশনা প্রদান করা হয়-

(ক) আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীকে প্রতিষ্ঠানের ব্যয়ে একাধিক গাড়ি ব্যবহারের সুবিধা প্রদান করা যাবে না;

(খ) যে সকল কর্মকর্তা গাড়ি ঋণ এবং এর রক্ষণাবেক্ষণ বাবদ অর্থ গ্রহণ করেন সে সকল কর্মকর্তাগণ প্রতিষ্ঠানের
গাড়ি ব্যবহার করতে পারবেন না; এবং

(গ) শুধুমাত্র প্রকৃত ব্যয় সাপেক্ষে অনুমোদিত সীমা অনুযায়ী মোটরযান সংক্রান্ত জ্বালানী ব্যয় নির্বাহ করা যাবে। এ
বিষয়ক খরচের প্রমাণক/ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

ডিএফআইএম সার্কুলার নং-১২/২০১৫ এ বর্ণিত অন্যান্য নির্দেশনাসমূহ বহাল থাকবে।

সার্কুলারে আরও বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হলো যা অবিলম্বে কার্যকর হবে।