প্রচ্ছদ ›› বাণিজ্য

আলেশা কার্ড এবং আমারি ঢাকা হোটেলের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২১ ১৩:১৮:১৫ | আপডেট: ৩ years আগে
আলেশা কার্ড এবং আমারি ঢাকা হোটেলের মধ্যে চুক্তি স্বাক্ষর

‘ইচ্ছেরা সব হাতের মুঠোয়’-স্লোগান নিয়ে সম্প্রতি বাজারে আসা আলেশা কার্ড আমারি ঢাকা হোটেলের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

মঙ্গলবার আমারি ঢাকা হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, আলেশা কার্ড হোল্ডাররা আমারি ঢাকা হোটেল এর রুম এবং ব্যাংকুয়েট হল বুকিংয়ে ৫০% ডিসকাউন্ট সুবিধা পাবেন। এছাড়াও আমারি ঢাকা হোটেলে ব্রিজ স্পা ট্রিটমেন্টে ১৫% এবং ক্যাসকেড লবি লাউঞ্জ ও আমায়া ফুড গ্যালারিতে ১০% ডিস্কাউন্ট পাবেন আলেশা কার্ড হোল্ডাররা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আলেশা কার্ড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর জান্নাতুন নাহার, হেড অব কার্ড মো. সোহরাব হোসেন, ন্যাশনাল সেলস ম্যানেজার মো. রিফাত হোসেন এবং ব্র্যান্ড এন্ড মার্কেটিং ম্যানেজার মো. তারিক আজিজ।

আমারি ঢাকা হোটেলের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ক্রিস্টোফার বেকার, ডিরেক্টর অব ফাইনান্স রফিকুল ইসলাম এবং মার্কেটিং অ্যান্ড কমুনিকেশন সিনিয়র ম্যানেজার সাবরিনা মৃধা।   

সম্প্রতি যাত্রা শুরু করেছে আলেশা কার্ড, যা আলেশা হোল্ডিংস লি. এর একটি অঙ্গপ্রতিষ্ঠান।

দেশজুড়ে ৯০টি ক্যাটাগরিতে তিন হাজারেরও বেশি পার্টনারদের কাছ থেকে আলেশা কার্ড হোল্ডারগণ বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এক বছর মেয়াদী এ কার্ডটির মূল্য ৭ হাজার ৯৮০ টাকা।

সকল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা আলেশা কার্ডটি ফ্রি পাবেন। আর ৬৫ বয়সোর্ধ্ব ব্যক্তিগণ ৫০% ছাড়ে আলেশা কার্ড ক্রয় করতে পারবে।