ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অত্যাধুনিক ইউরিয়া সার কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে জাপানের মিতসুবিশি হেভী ইন্ডাস্ট্রিজ গ্রুপ।
বৃহস্পতিবার ঢাকার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে সাক্ষাতকালে এ প্রস্তাব করেন জাপানি এ প্রতিষ্ঠান।
এসময় আশুগঞ্জে অত্যাধুনিক সার কারখানা স্থাপনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে শীঘ্রই সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) শুরু করতে সমঝোতা স্বাক্ষরের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন শিল্পমন্ত্রী।
এদিকে নরসংদীর পলাশে নির্মাণাধীন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্পে কাজ করছে জাপানের মিতসুবিশি হেভী ইন্ডাস্ট্রিজ গ্রুপ ও চীনের চায়না কনসোর্টিয়াম।
তারা জানিয়েছ, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্পের শতকরা ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
এ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে শিল্পমন্ত্রীকেও অবহিত করেন কোম্পানি দুটির প্রতিনিধিরা। একইসঙ্গে এ প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য কিছু চ্যালেঞ্জের বিষয়েও মন্ত্রীকে অবহিত করেন তারা।
এসময় কোম্পানি দুটির প্রতিনিধিদের নির্মাণাধীন ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্প’ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।
তিনি বলেন, সমস্যা ও চ্যালেঞ্জ দ্রুত সমাধানের চেষ্টা চলছে। আগামী ২০২৩ সালে নির্ধারিত সময়সীমার মধ্যে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা চালু করা সম্ভব হবে বলে আশা করি।