প্রচ্ছদ ›› বাণিজ্য

আহমেদ জাকির অ্যান্ড কোং চার্টাড অ্যাকাউন্টসকে বিএসইসির নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৩ ১৮:২০:২৫ | আপডেট: ২ years আগে
আহমেদ জাকির অ্যান্ড কোং চার্টাড অ্যাকাউন্টসকে বিএসইসির নিষেধাজ্ঞা

চার্টাড অ্যাকাউন্টেড কোম্পানি আহমেদ জাকির অ্যান্ড কোং চার্টাড অ্যাকাউন্টসকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন অডিটের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার বিএসইসি এ সংক্রান্ত একটি আদেশ জারি করে।

আদেশে বলা হয়েছে, চার্টাড কোম্পানিটি ইউনিভার্সাল ম্যানেজম্যান্টের অধীন ইউএফএস আইবিবিএল শরীয়াহ ইউনিট ফান্ড, ইউএফএস পপুলার ইউনিট ফান্ড, ইউএফএস পদ্মা লাইফ ইসলামিক ইউনিট ফান্ড, এবং ইউএফএস ব্যাংক এশিয়া ফান্ড সংশ্লিষ্ট অডিটের ব্যাপারে কোম্পানিটিকে বিএসইসির তদন্ত কমিটি ডাকলে আহমেদ জাকির অ্যান্ড কোং চার্টাড অ্যাকাউন্টস এ ডাকে সাড়া দেয়নি।

এ প্রেক্ষিতে আহমেদ জাকির অ্যান্ড কোং চার্টাড অ্যাকাউন্টস কে পুঁজিবাজারে তালিকাভুক্ত সবধরণের কোম্পানির অডিটে নিষেধাজ্ঞা জারি করেছে।