প্রচ্ছদ ›› বাণিজ্য

আড়াই ঘণ্টায় লেনদেন ৪৪০ কোটি ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক
০২ জুন ২০২২ ১২:৪৫:৩৯ | আপডেট: ৩ years আগে
আড়াই ঘণ্টায় লেনদেন ৪৪০ কোটি ছাড়ালো

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে( ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন।

এদিন ডিএসইতে বেড়েছে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এছাড়াও আড়াই ঘণ্টায় লেনদেন ৪৪০ কোটি ছাড়িয়েছে।

আজ লেনদেন শুরুর আড়াই ঘণ্টায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইক্স ইনডেক্সটি ১৭.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৬৪৫০ দশমিক ৫৯ পয়েন্টে।

এই সময়ে ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৯১ টির, কমেছে ১২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টি কোম্পানির শেয়ার দর।

বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৬০ লাখ টাকার।

এ সপ্তাহের শুরু থেকেই বাজারে সূচকের উত্থানে ধারাবাহিকতা ছিল।