প্রচ্ছদ ›› বাণিজ্য

আয় কমেছে পেনিনসুলার

সাখাওয়াত হোসেন সুমন
২৪ জানুয়ারি ২০২৩ ১৬:৫০:২৭ | আপডেট: ২ years আগে
আয় কমেছে পেনিনসুলার

সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড চলতি অর্থবছরের প্রথমার্ধে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

কোম্পানিটি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের মধ্যে ২ কোটি ৯৬ লাখ টাকা নিট লোকসান করেছে। গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির ২ কোটি ৫৭ লাখ টাকা মুনাাফা করেছিল।

যদিও কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছে, তবুও এর আয় গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে।

দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ নুরুল আজিম দ্য বিজনেস পোস্টকে বলেন, টাকার বিপরীতে ডলারের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণেই মূলত আমাদের লোকসান গুনতে হয়েছে।

“আমাদের পনির এবং পানি সহ প্রায় সবকিছুই আমদানি করতে হয় কারণ আমাদের বেশিরভাগ অতিথি বিদেশী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর থেকে মার্কিন ডলারের বিনিময় হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে,যা আমাদের অপারেটিং খরচ বহুগুণ বাড়িয়েছে,।”

নুরুল আজিম বলেন, “যদিও ডিসেম্বর-জানুয়ারি পর্যটন শিল্পের মৈাসুম। তবে এ সময় পর্যটকরা মূলত অবসর সময় কাটাতে কক্সবাজার ভ্রমণে আগ্রহী। তাই, এ সময়ে আমাদের গ্রাহকের পরিমাণ কম,”।

তিনি আরো বলেন “কোভিড-১৯ মহামারির পর আমরা খাদ্যদ্রব্যের দাম বাড়াইনি, তবে এবার খাদ্য উপাদানের দাম অনেকগুণ বেড়েছে। এছাড়া সরকার সম্প্রতি শিল্প ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বাড়িয়েছে। এখন,ব্যবসায় টিকে থাকার জন্য খাবারের দাম বাড়ানো ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই”।

কোম্পানিটি ২০২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে ১৯ কোটি ৩৫ লাখ আয় করেছে, যা যা গত অর্থবছরের একই সময়ে ১৪ কোটি ৮৮ লাখ টাকা ছিল।

এর মধ্যে রুম ভাড়া থেকে আয় হয়েছে ৮ কোটি ২২ লাখ যা গত বছরের একই সময়ে ছিল ৬ কোটি ২৬ লাখ টাকা।

তালিকাভুক্ত কোম্পানিটি চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে খাদ্য ও পানীয় বিক্রি থেকে ১০.২৯ কোটি টাকার রাজস্ব আয় করেছে যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৮.৪৭ কোটি টাকা।

২০২২-২৩ অর্থবছরের অর্ধবার্ষিকে এ কোম্পানির শেয়ার প্রতি লোকসান ২৫ পয়সায় দাঁড়িয়েছে যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬৪ পয়সাা।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আয় হ্রাস এবং পণ্য বিক্রয় ব্যয় বৃদ্ধি, প্রশাসনিক ব্যয় এবং অন্যান্য ব্যয় বৃদ্ধির কারণে এর মুনাফা কমেছে।

হোটেলটির শেয়ার প্রতি নিট নগদ প্রবাহ ২০২২ সালের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য ১৯ পয়সায় দাঁড়িয়েছে যা ২০২১ সালের জুলাই-ডিসেম্বর সময়ে ২৬ পয়সা ছিল।

কোম্পানিটি বলেছে চলতি অর্থবছরের প্রথমার্ধে সরবরাহকারীদের নগদ অর্থ প্রদানের কারণে তার শেয়ার প্রতি নিট নগদ প্রবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

২০২২ সালের ডিসেম্বরে এর শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ২৮ টাকা ৯৭ পয়সা ছিল যা ২০২২ সালের জুনে ছিল ২৯ টাকা ৪৭ পয়সা

পেনিনসুলা চিটাগং লিমিটেড ২০১৪ সালে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।