প্রচ্ছদ ›› বাণিজ্য

ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট ২০২১ ১১:২৫:৫৭ | আপডেট: ৩ years আগে
ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার গ্রেপ্তার

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিকের পর এবার প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার আমান উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯ টার দিকে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ পাঁচ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। অপর আসামিরা হলেন- আমান উল্লাহ, বিথী আক্তার ও কাউসার আহমেদ।

প্রতারণা ও ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান।

শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।