জালিয়াতিপূর্বক অর্থ আত্মসাতের সাথে জড়িত সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ইউনিভার্সাল ফিন্যান্সিয়াল সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হামজা আলমগীর ও তার সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান, উক্ত কোম্পানীর পরিচালক, সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ মোতাবেক মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পাশাপাশি ইউনিভার্সাল ফিন্যান্সিয়াল সলিউশনস লিমিটেডের লাইসেন্স কেনো বাতিল হবেনা এ মর্মে নোটিশ জারি করে বিএসইসি।
ইউনিভার্সাল ফিন্যান্সিয়াল কতৃক পরিচালিত ৪ টি ফান্ডের নিরীক্ষক প্রতিষ্ঠান জাকের অ্যান্ড কোং, রহমান মোস্তফা আলম অ্যান্ড কোং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনটি ফিন্যান্সিয়াল রিপোর্ট কাউন্সিলে পাঠানো হবে। এবং এ ব্যাপার সুরাহা হবার আগ পর্যন্ত এ দুটি প্রতিষ্ঠান পুঁজিবাজার সংশ্লিষ্ট কোন প্রতিষ্ঠানের অডিট কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
ফান্ডগুলোর ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালনের অবহেলার কারণে তৎকালীন ইনভেস্ট কর্পোরেশন অব বাংলাদেশের ( আইসিবি) সংশ্লিস্ট বিভাগে দায়িত্বরতদের বিরুদ্ধে কেনো শাস্তি আরোপ করা হবে না এ মর্মে নোটিশ জারি করা হয়।
ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশন (ইউএফএস) চারটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড পরিচালনা করছে। গত বছরের মাঝামাঝি সময়ে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হামজা আলমগীর ফান্ডগুলো থেকে টাকা সরিয়ে নিচ্ছেন। এর প্রেক্ষিতে বিএসইসি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। এই তদন্তে ফান্ডর টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।
ফান্ডগুলো হতে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে আবার বিশেষ নিরিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে বলেছে বিএসইসি।