ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ইন্স্যুরেন্স, টেক্সটাইল ও এনার্জি সেক্টরসহ অধিকাংশ খাতের কোম্পানির শেয়ারের নেতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন।
অন্যদিকে, ব্যাংক, ফার্মাসিউটিক্যালস এবং আইটি খাতের কোম্পানিগুলোর কিছুটা উত্থান দেখা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৬০ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫১৯ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক দশমিক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৯৭ পয়েন্টে।