ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার আইটি, ইন্স্যুরেন্সসহ বেশিরভাগ খাতের কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে।
লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে পৌঁছায় ৬ হাজার ৫২৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৭ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক দশমিক ৬.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৮০ পয়েন্টে।
আরও পড়ুন-বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধিতে বেড়েছে সূচক
ডিএসইতে লেনদেন হয়েছে ১৯৩ কোটি টাকা।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৪টির দর বেড়েছে, ৯০টির কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।