প্রচ্ছদ ›› বাণিজ্য

ইন্স্যুরেন্সসহ বেশিরভাগ খাতের দর বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
০৬ জুন ২০২২ ১১:২০:১০ | আপডেট: ৩ years আগে
ইন্স্যুরেন্সসহ বেশিরভাগ খাতের দর বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার আইটি, ইন্স্যুরেন্সসহ বেশিরভাগ খাতের কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে।

লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে পৌঁছায় ৬ হাজার ৫২৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৭ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক দশমিক ৬.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৮০ পয়েন্টে।

আরও পড়ুন-বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধিতে বেড়েছে সূচক

ডিএসইতে লেনদেন হয়েছে ১৯৩ কোটি টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৪টির দর বেড়েছে, ৯০টির কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।