পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস লিমিটেডের পরিচালনা পর্ষদ কুপন বেয়ারিং বন্ডে সংশোধন আনার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটির কুপন বেয়ারিং বন্ডের ৩০০ কোটি টাকার মধ্যে ২২৫ কোটি টাকা বিনিয়োগ করবে ইফাদ মাল্টিপ্রোডাক্টস লিমিটেডে।
ইফাদ মাল্টিপ্রোডাক্টস লিমিটেডে ইফাদ অটোসের সহযোগী প্রতিষ্ঠান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বন্ডের বাকী ৭৫ কোটি টাকা কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে ব্যবহার করা হবে।
কোম্পানিটি ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বন্ড ইস্যুর প্রস্তাবে সংশোধন আনবে। আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টায় কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য বিশেষ ব্যবসাটি উপস্থাপন করা হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) চূড়ান্ত অনুমোদনের পর কোম্পানিটি এই সংশোধন আনতে পারবে।