প্রচ্ছদ ›› বাণিজ্য

ইফাদ অটোসের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
০৪ জানুয়ারি ২০২৩ ১৮:৫১:০২ | আপডেট: ২ years আগে
ইফাদ অটোসের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিাবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোসের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বন্ডটি নন-কনভার্টিবল, ফুল্লি রিডিমঅ্যাবল, আনসিকিউরড জিরো-কুপন বন্ড।

বুধবার (৪ জানুয়ারি) বিএসইসির ৮৫০ তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১ কোটি টাকা।বন্ডটির কুপন হার ৬ শতাংশ। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এ অর্থ কোম্পানিটি তাদের সহযোগী প্রতিষ্ঠান ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডে বিনিয়োগ এবং নিজস্ব চলতি মূলধন হিসেবে ব্যবহার করবে। বন্ডটির ট্রান্টি হিসেবে কাজ করবে ইসি সিকিউরিটিজ।