ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার কমিশনের ৮৩৮ তম সভায় এ অনুমোদন দেয়া হয়।
আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬ টি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি ২৬ লাখ টাকা সংগ্রহ করবে। এ টাকা কোম্পানিটি ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিও খাতে খরচ করবে।
২০২১ সালের ২১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুন:মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএ এভি)২০.৯৬ টাকা। এবং পুন:মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৭.৪৮ টাকা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১.৮২ টাকা।
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড এবং ইসি সিকিউরিটিজ লিমিটেড।